সন্দ্বীপে আবারো একই বাড়ির ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে । ৩০ জুলাই রবিবার বেলা ১২ টায় মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে হীরার গৌ অজিউল্ল্যাহ সুকানির বাড়িতে এ ঘটনা ঘটে, নিহত শিশুরা হল হাফেজ আবদুর রহিমের মেয়ে আফিফা জান্নাত (৪) ও মুহাম্মদ সুমনের মেয়ে ইসফা (৩)
জানা গেছে তাদের উভয়ের মা ঘরের রান্না বান্নার কাজে ব্যস্ত থাকায় তারা উভয়ে খেলতে পুকুর পাড়ে যায়, দুইজনে পানিতে পড়ে যাই, আশপাশের কেউ না থাকায় তাদের উদ্ধার করা যাই নি ১২.১৫ মিনিটে একজন মহিলা এসে দেখতে পায় তারা পানিতে ভাসছে পরে তাদের কে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
উল্লেখ্য সন্দ্বীপে গত তিন মাসে অনন্ত ১০ শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করছে। পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কাজ করা সংস্থা ডিজাস্টার আ্যকশন এন্ড অর্গানাইজেশন (দাদুর) নির্বাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড.ইদ্রিস আলস বলেন মা বাবা অভিভাবকদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে, প্রকুর জলাশয়ে ভেড়া দিতে হবে, বয়স্ক দের দিয়ে শিশুদের পাহারা দিতে হবে এবং শিশুদের সাতার শিখাতে হবে।