সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুছাপুর বদিউজ্জামান হাই স্কুলের সামনে শনিবার বেলা ১২ টার দিকে একটি ইটবাহি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়, এতে গাড়িতে থাকা দুই হেলফার মারাত্মক ভাবে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্হানীয় বেসরকারি চাকুরীজীবি হাসানুল রোবেল জানান বেলা ১২ টার দিকে ট্রলিটি উত্তর দিক থেকে আসছিল বদিউজ্জামান স্কুল পর্যন্ত আসলে গতি হারিয়ে খাদে পড়ে উল্টো যায় আমরা অনেকের সহযোগিতায় হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করি।
আহত হওয়া ড্রাইভার হারামিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাশিক পঠওয়ারীর বাড়ির মোঃ ইসমালামের পুত্র রাসেল (২১) ও হেলফার রহিম মগধরা ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানাগেছে তারা কাছিয়াপাড় একটি ব্রিকফিল্ড থেকে ইট নিয়ে মাইটভাংগার উদ্যেশ্য যাচ্ছিল। পথে এক্সিডেন্ট হয়ে দুর্ঘটনার কবলে পড়লে স্হানীয়দের সহযোগিতায় সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়।