দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পাশে দাড়োনোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ ২১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’র আয়োজনে পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দ বলেন ইয়াহিদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাঈল ফিলিস্তিনি মুসলমানদের উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে তা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন।
কোনো সভ্যজাতি এই এই বর্বরতাকে সমর্থন করতে পারে না।
বক্তারা আরো বলেন, ১৯৭২ সালের ৪ই ফেব্রুয়ারী অবৈধ রাষ্ট্র ইসরাঈল বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতির প্রস্তাব পাঠায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরায়েলকে অবৈধ বলে তাদের স্বীকৃতিকে প্রত্যাক্ষাণ করেন। ১৯৭৪ সালের লাহোরে ওআইসির সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেন, ফিলিস্তিনের পাশে দাড়াতে আমি আমার দেশের সাড়ে সাত কোটি জনগণ নিয়ে সম্ভাব্য সকল সহযোগিতা করবো, তাই মাননীয় প্রধানমন্ত্রী কে উদ্যেশ্য করে বক্তাগণ বলেন, আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে সেনাবাহিনী প্রেরণ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ান। সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’ মাদ্রাসার সভাপতি মাওলানা মাহাবুব উল্ল্যার সভাপতিত্বে সমাবেশে সকাল থেকে সন্দ্বীপের বিভিন্ন মাদ্রাসা থেকে ট্রাক অটোরিকশা, হোন্ডা নিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিছিলে এনাম নাহার মোড়ের দিকে এসে পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের মাঠে জরো হয়ে সকাল ১০ টায় প্রচন্ড গরমের মধ্যে ও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মুফতী আব্দুর রহমান, মাওলানা আব্দুল হামিদ ও মুফতী রায়হানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উম্মুল কোয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ আহম্মেদ, ওয়াদুদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবরারুল হক, মারকাজুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান উল্ল্যাহ, কাজী পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাব্বির আহমেদ, কালাপানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক ফয়সাল, আসাদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আনজার শাহ, আল আমিন মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজিম উদ্দীন, নুরে মদিনা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইহসান উল্ল্যাহ, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মিনহাজ উদ্দিন দেলোয়ার, মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’র সহ সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর হোসাইন, কালাপানিয়া মাদ্রাসার মুফতি নুরুল আবছার, সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’র সহ সভাপতি হাফেজ আহম্মেদ, মাওলানা আতিক উল্ল্যাহ সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।