পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নির্বেঘ্নে যাতায়াত, সুষ্ঠু ও নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় ২৭ মার্চ মঙ্গলবার উপজেলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, সহকারী কমিশনার ভূমি মুরাদ ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দীর্ঘপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।।