চট্টগ্রাম 6:52 pm, Friday, 13 September 2024

সন্দ্বীপে উড়িরচরে শশুরের হাতে গৃহবধূ খুন

সন্দ্বীপ উপজেলা উড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শশুরের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন।৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে গতকাল যখন গৃহবধূর বাপের বাড়ি থেকে মোটর সাইকেল পাঠায় , তখন বউ বাপের বাড়িতে চলে যেতে বাহির হয়।তখন শশুড়ের সাথে এক প্রকার হাতাহাতি হয়,শশুড় লাথি নাকি থাপ্পর মারছে বিষয় টি নিশ্চিত না।তাৎক্ষিন স্ত্রী সেখানে মারা যায়।

পারিবারিক গৃহবিবাদে এ খুনের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাম বিবি কুলছুমা বেগম আপরিনা (১৯) পিতা আনোয়ার হোসেন।

গত ১৬ জানুয়ারি কুলছুমা বিয়ে হয়। ঘটনার সময় কুলছুমার স্বামী স্বাধীন শান্ত (২২) চট্টগ্রাম ছিলেন।

খবর পাওয়ার পর উড়িরচর আসে, ঘটনা শুনার পর উড়িরচর পুলিশ পাড়ির লোকজন নিহত কুলছুমার লাশ সন্দ্বীপ থানায় নিয়ে আসে, লাশটি যখন সন্দ্বীপের দিকে রওনা হচ্ছিল তখন বেলা ৪ টার দিকে ঝরের কবলে পড়ে। পরে লাশ নিয়ে দীর্ঘাপাড়ের হয়ে রাত ৯ টায় সন্দ্বীপ থানায় আসে।

এ বিষয়ে নিহত কুলছুমার পিতা আনোয়ার জানান আমার মেয়ে একমাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়ের বিয়ে হয়েছে এখন ৩ মাস এ অল্প সময়ে মেয়েকে মানসিক টর্চারে রেখেছে তারা।

এ ঘটনায় গৃহবধূর শশুর কারি ও শাশুড়ী কে সন্দ্বীপ থানায় হেফাজতে নেয়া হয়েছে। মামলা রুজি করা প্রক্রিয়া চলছে।

সন্দ্বীপ থানার সেকেন্ড অফিসার এস আই জসিম জানান সুনির্দিষ্ট কি কারণে এ গৃহবধূর মৃত্যু সেটি লাশ পোস্টমর্টেম এর রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। উড়িরচর পুলিশ পাড়ি থেকে এ হত্যাকান্ডের কথা জানানো হলে আমরা গৃহবধুর লাশ সন্দ্বীপ থানায় নিয়ে আসতে বলি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন ঘটনা জানার পর উড়িরচর পুলিশ পাড়ির ইন্সপেক্টর লাশ উদ্ধার করে। আমরা দীর্ঘাপাড় কুল থেকে লাশ রিসিভ করে থানায় নিয়ে এসে অভিযুক্তদের হেফাজতে রাখি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি’ হাটহাজারী মাদ্রাসায় উপদেষ্টা আ ফ ম খালিদ

সন্দ্বীপে উড়িরচরে শশুরের হাতে গৃহবধূ খুন

Update Time : 12:25:19 pm, Friday, 7 April 2023

সন্দ্বীপ উপজেলা উড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শশুরের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন।৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে গতকাল যখন গৃহবধূর বাপের বাড়ি থেকে মোটর সাইকেল পাঠায় , তখন বউ বাপের বাড়িতে চলে যেতে বাহির হয়।তখন শশুড়ের সাথে এক প্রকার হাতাহাতি হয়,শশুড় লাথি নাকি থাপ্পর মারছে বিষয় টি নিশ্চিত না।তাৎক্ষিন স্ত্রী সেখানে মারা যায়।

পারিবারিক গৃহবিবাদে এ খুনের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাম বিবি কুলছুমা বেগম আপরিনা (১৯) পিতা আনোয়ার হোসেন।

গত ১৬ জানুয়ারি কুলছুমা বিয়ে হয়। ঘটনার সময় কুলছুমার স্বামী স্বাধীন শান্ত (২২) চট্টগ্রাম ছিলেন।

খবর পাওয়ার পর উড়িরচর আসে, ঘটনা শুনার পর উড়িরচর পুলিশ পাড়ির লোকজন নিহত কুলছুমার লাশ সন্দ্বীপ থানায় নিয়ে আসে, লাশটি যখন সন্দ্বীপের দিকে রওনা হচ্ছিল তখন বেলা ৪ টার দিকে ঝরের কবলে পড়ে। পরে লাশ নিয়ে দীর্ঘাপাড়ের হয়ে রাত ৯ টায় সন্দ্বীপ থানায় আসে।

এ বিষয়ে নিহত কুলছুমার পিতা আনোয়ার জানান আমার মেয়ে একমাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়ের বিয়ে হয়েছে এখন ৩ মাস এ অল্প সময়ে মেয়েকে মানসিক টর্চারে রেখেছে তারা।

এ ঘটনায় গৃহবধূর শশুর কারি ও শাশুড়ী কে সন্দ্বীপ থানায় হেফাজতে নেয়া হয়েছে। মামলা রুজি করা প্রক্রিয়া চলছে।

সন্দ্বীপ থানার সেকেন্ড অফিসার এস আই জসিম জানান সুনির্দিষ্ট কি কারণে এ গৃহবধূর মৃত্যু সেটি লাশ পোস্টমর্টেম এর রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। উড়িরচর পুলিশ পাড়ি থেকে এ হত্যাকান্ডের কথা জানানো হলে আমরা গৃহবধুর লাশ সন্দ্বীপ থানায় নিয়ে আসতে বলি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন ঘটনা জানার পর উড়িরচর পুলিশ পাড়ির ইন্সপেক্টর লাশ উদ্ধার করে। আমরা দীর্ঘাপাড় কুল থেকে লাশ রিসিভ করে থানায় নিয়ে এসে অভিযুক্তদের হেফাজতে রাখি।