উন্নয়ন মূলক বই হৃদয়ে সন্দ্বীপের মোড়ক উন্মোচন
উন্নয়ন ও অগ্রযাত্রায় সন্দ্বীপ” শীর্ষক আলোচনা সভা ১৮ সেপ্টেম্বর ২৩ সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্রাট খীসা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সরকারি আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, বাউরিয়া জিকে একাডেমির প্রধান শিক্ষক নুরছাপা, মগধরা স্কুলের প্রধান শিক্ষক দিদার হোসেন, মুছাপুর বদিউজ্জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোয়ারুল কবির, সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম, সন্দ্বীপ প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এস এম আইয়ুব আলী, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, ও হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উল্লাহ প্রুমখ।
উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপের ১৫০ টি প্রাথমিক বিদ্যালয়, ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ও ৫ টি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান সাংবাদিক উপস্থিত ছিলেন।