আগামী ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন ৪ জন ও ১৭ জুলাই কালাপানিয়া ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন।
১৮ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জিল্লু ও উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক মোঃ সিরাজ।
এদিকে কালাপানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক এস এম দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল কাদের, স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি সদস্য শওকত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন শওকত, ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন যথাক্রমে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ড ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করছেন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১.২.৩ নং ওয়ার্ড থেকে ২ জন, ৪.৫.৬ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৭.৮.৯ নং ওয়ার্ড থেকে ২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন।
আগামী ১৯ জুন মনোনয়ন পত্র বাছাই, ২৫ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, এবং ১৭ জুলাই কালাপানিয়া ইউপি ভোট গ্রহন, ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহন করা হবে। সন্দ্বীপ উপজেলা পরিষদের মোট ভোটার ২.৩৯.৬১০, কালাপানিয়া ইউনিয়নে মোট ভোটার ১৩.৬৫৪ জন।