আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আক্তার। তিনি আজ সকাল থেকে পুরোদমে নির্বাচনী এলাকায় গণ সংযোগে নেমেছেন।
আজ সকালে সন্দ্বীপের শিবেরহাট বাজার, ফুলগাজী মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী গণ সংযোগ করে জনসাধারণকে জাসদের প্রতীক মর্শাল মার্কার পক্ষে ভোট দিতে বলেন।
গণসংযোগ শেষে তিনি শিবেরহাটের মোড়ে জনসাধারণের সামনে বক্তব্যে রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, আমার বাবা মৌলভি আজিজুর রহমান এই শিবেরহাট বাজার প্রতিষ্ঠা করেছেন। তিনি চেয়েছেন এই বাজারকে টোল মুক্ত রাখতে এবং সেটা সফল হয়েছেন। তবে অনেকে চাদাঁবাজি করতে চাইছে আমি নুরুল আক্তার যদি নির্বাচিত হলে এসবের বিরুদ্ধে রুখে দাড়াঁবো।
শুধু তাই নয় আমি নির্বাচিত হতে আমি সন্দ্বীপের একটি আধুনিক নিরাপদ নৌ যাতায়তের ব্যাবস্থা করব, এবং সন্দ্বীপের চিকিৎসা সেবা উন্নতির জন্য কাজ করব। সন্দ্বীপে একটি অত্যাধুনিক আইসিওর প্রতিস্থাপনের চেষ্টা করব। আমি নুরুল আক্তার এই মাইটভাঙ্গার সন্তান আমি চাই এই মাইটভাঙ্গা থেকে সন্দ্বীপের সাংসদ নির্বাচিত হোক।