সন্দ্বীপে নারী শিশু সহ ২৪ রোহিঙ্গাকে আটক করছে সন্দ্বীপ থানা পুলিশ, আটক কৃত ব্যক্তিরা সবাই ত্রিশ বছরের নিচে, ৩ জুলাই রাত ৮ টায় সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন হতে সাত রোহিঙ্গা শরনার্থী কে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ, পরে আবার ৪ রোহিঙ্গা কে সীতাকুণ্ড থানা পুলিশ আটক করে সন্দ্বীপ থানায় হস্তান্তর করে, পরে তাদের কে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে প্রেরনের অনুরোধে করে। গতকাল ২৩ জুলাই সকাল ১১ টায় সারিকাইত আরো ১৩ রোহিঙ্গা শরনার্থী কে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ, পরে তাদের কে কোস্টগার্ডের মাধ্যমে ব্যাবস্হা গ্রহনের অনুরোধ করে পুলিশ, এই তিন দিনে আটক হওয়া রোহিঙ্গারা হল হাবিবুল্লাহ( ২১) পিতা- মৃত হামিদুল হক, ইয়াসিন আরাফাত( ২১) পিতা – মৃত আঃ জব্বার, মোঃ রফিক – পিতা -মৃত – আবুল বাশার, নুর কবিতা( ৩২) পিতা- মৃত আবুল হোসেন, জাকারিয়া( ২২) পিতা সাবের আহমেদ, এরশাদ (১৮) পিতা জহির আহম্মেদ, কবির (২২) পিতা মৃত নুর সালাম, আলী জোহার (১৪) পিতা- মীর কাশেম, সাং বালুখালী মধুরছোড়া, কুতুংপালং থানা উখিয়া
, জিয়াফত উল্ল্যাহ( ১৬) পিতা- আয়াত উল্ল্যাহ, জাহাঙ্গীর (১২) পিতা- খুরশিদ আলম, এনাম উল্ল্যাহ (১৫) পিতা- সলিম উল্ল্যাহ, রুমান (১৯) পিতা- রহিম উল্ল্যাহ, জোবায়ের( ২০) পিতা- এসহাক, সাদিয়া বেগম (২০) স্বামী- সৈয়দুল ইসলাম, পারভীন আক্তার (২৫) পিতা- কামাল শরিফ, ইয়াসমিন ফাতেমা (২৬) স্বামী -ইয়াকুব, নুরসাফা(০ ৭) পিতা -সৈয়দুল ইসলাম, রিজুয়ান ( ০৫) পিতা সৈয়দুল ইসলাম, মনজুরা( ০৭) পিতা- কামাল, জান্নাত আরা (০৮) পিতা -এয়াকুব, ইউছুপ (১০) পিতা- এয়াকুব, জোনায়েত (০৪) পিতা -এয়াকুব, সুমাইয়া( ০৩) পিতা -এয়াকুব, আটক সকল ব্যক্তির সাং ভাসানচর প্যাকেজ নং ২৩/২৪/২৮/৬২/ ক্যাম্প ৩/৯/১৭ এবং উভয়ের থানা ভাসান চর নোয়াখালী।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে তাদের থানা হেফাজতে রেখে পরে ভাসানচরে হস্তান্তর করি।