২০২২ সালে সন্দ্বীপের হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৬ জনসহ মোট ২৬ জন বৃত্তি পাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। ২২ মার্চ ২০২৩, বুধবার বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সহকারী শিক্ষা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রধর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী তাহেরা মর্জিনা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন।
অনুষ্ঠানে কৃতি ও মেধাবী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল শিক্ষককে উদ্দীপনামূলক সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, দক্ষিণ মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম, নিজেরা করি সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়া রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কক্সবাজার মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ আরিফুল ইসলাম তুষার প্রমুখ।