সন্দ্বীপ কৃষকদের মাঝে রবি ২০২৩-২৪ অর্থ বছরের ভুট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি, শীতকালীন মুগ ও সূর্য মূখী বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদেনা কর্মসূচির আওতায় ২১৫ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৮ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম -৩ (সন্দ্বীপ ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন , ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন সাংবাদিকদের জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের ২১৫ কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, খেসারি বীজ প্রদানসহ প্রত্যেককেই পরিমাণমতো রাসায়নিক সার দেয়া হয়েছে।