গত বুধবার রাত ১১. টায় সন্দ্বীপ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট রহমতপুরে সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মুছাপুর ইউনিয়নের ৯ নং ওযার্ডের মোশাররফ হোসেনের পুত্র, মোঃ সাকিব (২০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় আসামী জানান যে, দলইপাড়ার রবিন নামক এক ব্যক্তি উক্ত মাটি কাটায় নেতৃত্ব দিচ্ছে। এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রবিনের বিষয়ে জানানে হয়েছে। যারাই অবৈধভাবে সরকারি জমি/ খাল হতে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসাথে জনগনকেও এই বিষয়ে সজাগ থাকার এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।