সন্দ্বীপ উপজেলার মগধরা ৫ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম মোঃ আবদুল ওহাব (৭১) তিনি মগধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা।
মগধরা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ সরওয়ার শিমুল মেম্বার এ প্রতিবেদক কে জানান, আবদুল ওহাব বিকেল ৪ টায় পেলিশ্য বাজারের উত্তরে বায়তুল সরফ মসজিদ থেকে আছরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাতাসের গতিবেগ বেশি থাকায় গাছের ঢাল ভেঙে মাথায় প্রচন্ড আগাত পান। তাকে সন্দ্বীপ সর্ণদ্বীপ মেডিকেলে ভর্তি করানো হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
ব্যক্তি জীবনে আবদুল ওহাব আগে রঙের কাজ করতেন গত সাত বছর যাবৎ অবসর জীবন যাপন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।