‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়’। এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলায় উদযাপন করা হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষ্যে ১০ মার্চ শুক্রবার সকাল ০৯ টার দিকে উপজেলার পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে সড়কের বিভিন্ন স্হান প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদে শেষ হয় । র্যালী শেষে উপজেলা পরিষদ প্রসাশনিক ভবনের সামনে নানাবিধ দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, উপজেলা সিপিপির সভাপতি মশিউর রহমান বেলাল প্রমুখ।
দুর্যোগ প্রস্ততি দিবসে উপজেলা ফায়ার সার্ভিসের বিভিন্ন রকম অগ্নি নির্বাপন মহড়া পরিলক্ষিত হয়। এবং উদ্ধারের বিভিন্ন রকম আলোকচিত্র প্রদর্শিত হয়।