সন্দ্বীপে জেগে উঠা পয়স্তি ভূমির খাজনা আদায়ের দাবিতে সন্দ্বীপ নদী সিকস্তিদের পুনর্বাসন সমিতির উদ্যেগে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করা হয়। এ দাবীতে ৬ মার্চ সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্সের মান্নান মার্কেটর সন্মুখে বয়াদার দের এক সমাবেশ সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির সদস্য সচিব মনিরুল হুদা বাবন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাষ্টার আকবর হোসেন এর সঞ্চালনায়ে এতে বক্তব্য রাখেন , জসিম তালুকদার, প্রভাষক কাজি দেলোয়ার হোসেন সাইদ,মাওলানা আব্দুর সবুর, হুমায়ূন কবির সওদাগর, শেখ ইসমাইল হোসেন, মোজাহার হোসেন মেম্বার, মোহাম্মদ মাহাফুজুর রহমান, নুরুদ্দীন ফয়সাল, হাজি আবুল কাসেম, প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল নিয়ে শত শত মানুষ দাবি সম্বলিত স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পেশ করেন। উক্ত স্মারক লিপি প্রদানে সন্দ্বীপের শত শত নদী সিকস্তি মানুষ উপস্থিত ছিলেন।