সন্দ্বীপে অতিরিক্ত গরমে হিটস্ট্রোক করে এক ডায়াবেটিস রোগীর মৃত্যু হয়েছে।
২৭ এপ্রিল ২০২৩ বেলা ১২ টার দিকে উপজেলার প্রাণ কেন্দ্র এনাম নাহার হাই স্কুলের মোড়ে এ মহিলার মৃত্যু হয়৷ ঐ নারীর নাম পারুল বিয়া( বয়স আনুমানিক ৫৫) মুছাপুর ৯ নং ওয়ার্ডের পন্ডিতের হাটের পাশে ভোলা হাজীর বাড়ী। জানা গেছে মহিলাটি উচ্চ ডায়াবেটিস রোগী ছিল। বেলা ১০ টার দিকে ডাক্তার দেখাতে একটি প্রাইভেট সেন্টারে এনাম নাহারে আসছিলেন। রাস্তায় দাড়িয়ে থাকাটি তার জন্য বড় কষ্টের ছিল, অতিরিক্ত তাপদাহ তার শরীরে পড়ে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পাশবর্তী বাবর সওদাগর তাকে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন
হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে। বেলা ১ টা নাগাদ পারুল বিয়ার ছেলে হুমায়ুন কবির ও মেয়ে এসে স্বর্ণদ্বীপ হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যাই। সন্দ্বীপ স্বর্ণদ্বীপ হাসপাতালের ব্যাবস্হাপক আকবর হোসেন জাবেদ জানান মহিলাটি মেডিকেল আনার পরে আমারা অজ্ঞাত পরিচয় পাওয়ার সাথে সাথে তার স্বজনদের খুজতে গণমাধ্যমে যোগাযোগ করি। পরে তার ছেলে ও মেয়েকে লাশ হস্তান্তর করি।