চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হুজামুহরীর গো নতুন বাড়ী বলীর গৌ এলাকায় আকস্মিক ঝড়ো বাতাসে উড়ে গেছে ২ টি ঘরবাড়ি। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর ) রাত ১০ টায় এ ঘটনা ঘটে।শরৎ কালের এমন ঝড়ো বাতাসে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুটি ঘরের ১ টি ফার্মের মুরগীর খামার অন্যটি গোয়াল ঘর। দুটি ঘরের মালিক মোঃ ইসমাইল (৩৩) তিনি গত ১০ বছর যাবৎ মুরগী পোলট্রি ব্যাবসা করে আসছেন। এতে তার প্রায় ৬ লক্ষ টাকার মুরগী ঘর সহ ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল থেকে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে থাকে। এতে ২টি বসতঘর উড়ে গেছে। ঝড়ের পরে গ্রামের অদূরে কয়েকটি ঘরের টিন ও চালা খুঁজে পেলেও অধিকাংশের কোনো হদিস পাওয়া যায়নি। এ এলাকার বাসিন্দা ইব্রাহিম মূল বিপুল বলেন ইসমাইল ঞ্চন করে এ ব্যাবসা পরিচালনা করছেন ঘর উড়ে মুরগী পোলট্রি ক্ষতি গ্রাস্ত হয়ে তিনি এখন পথে বসার অতিক্রম হয়েছে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম বলেন বিষয়টি জেনেছি আমি চট্টগ্রামে অবস্থান করার কারণে যেতে পারিনি, ইউপি সদস্যকে পাঠিয়েছি খোজ খবর নিয়ে যতটুকু পারি উপজেলা প্রশাসনকে বলে ইসমাইল কে সহযোগিতা করার চেষ্টা থাকবে।