সন্দ্বীপে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে, সোমবার(১২ডিসেম্বর) ২০২২ এ উপলক্ষে উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সম্রাট খীসা ।
অনুষ্ঠানে দিবসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনান (ভূমি) মোঃ মঈনউদ্দীন, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এ এম কাদের, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রবিন সরকার, সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের আইটি অফিসারবৃন্দরা। অনুষ্ঠানে
মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নির্ধারিত দুটো ইভেন্ট রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবি মরিয়ম রচনা প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করে।উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।