সন্দ্বীপে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২ মে বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা পরিষদের চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে সন্দ্বীপ উপজেলায় প্রান্তিক ৩ হাজার কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার, ও এমপিও ১০ কেজি করে প্রতিজনকে বিনামূল্যে বিতরণ করা হয়।
সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাজিমুল হালিম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার জানান কৃষকদের ঘূর্ণিঝড় মোখা, হামুন, মিধিলিরসহ ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনার আওতায় ফসলী বীজ ও সার বিতরণ করা হচেছ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।