সন্দ্বীপ উপজেলা দিন দুপুরে একটি বড় খড়ের গাঁদা থেকে আগুন লেগে এক ব্যক্তি আহত হয়েছে।
জানা গেছে উপজেলার ১৫ নং মাইটভাংগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শুক্রবার যখন সবাই সাপ্তাহিক জুমাবার নিয়ে মসজিদে নাজজের প্রস্তুতি চলছে বেলা ১২ টা ৩০ মিনিটের সময়ে ইসমাইল সুকানির বাড়ির ছোট ছোট ছেলে মেযে আগুন নিয়ে খেলা করছিল, এ সময় আগুন বাতাসে পাশে থাকা বড় খড়ের গাঁদায় চলে যায় মুর্হতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেয়া হয় সন্দ্বীপ ফায়ার সার্ভিস ষ্টোশনকে, বেলা ১ টার দিকে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এদিকে আগুন নির্বাপনে এগিয়ে আসায় মোঃ এরশাদ (৩৭) আহত হলে তাকে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের ষ্টোশনের গাড়ি করে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ মেডিকেল ভর্তি করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। জানা যায় আগুনে খড়ের গাঁদায় মোট দশ হাজার টাকার ক্ষতি হয়। পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন আগুন লাগার স্হান আমাদের ষ্টোশন থেকে অনেক দুরে খবর পেয়ে আমরা দ্রুত আগুন নির্বাপনে সক্ষম হই।