‘বিদ্যুৎ ও পানি অপচয় রোধ ও ইন্টারনেটে আসক্তি ক্ষতি’ ফাস্ট ফুডের ক্ষতি, সৌর বিদ্যুতের সম্ভাবনা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ২৩ নভেম্বর উদ্বোধন করা হয়েছে এবং ২৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্যেদিয়ে শেষ হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উদ্বোধন ও ২৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়, জাতীয় বিজ্ঞান জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা । উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এ মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে মেলাটিকে সুসজ্জিত করে। সমাপনী দিনে জুনিয়র গ্রুপের তিনটি দল বিজয়ী হয় প্রথম স্হান অধিকার করে সন্দ্বীপ পাবলিক হাই স্কুল, দ্বিতীয় স্হান অধিকার করে গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্হান অধিকার করে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়, সিনিয়র গ্রুপে বিজয়ী হয়ে প্রথম স্হান অধিকার করে মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ দ্বিতীয় স্হান অধিকার করে সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, ৭ম অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করে রাকিবুল আহসান দলনেতা মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্হান অধিকার করে সানজিদা আকতার দলনেতা সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হন কাজী সুমাইয়া তাসনীম দলনেতা কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্হান উম্মে ফারিয়া দলনেতা সন্দ্বীপ আনন্দ পাঠশালা, তৃতীয় স্হান অধিকার করে হাসিদ শারনিয়াত দল নেতা রহমতপুর উচ্চ বিদ্যালয়, ৪র্থ স্হান অধিকার করে তুর্য সেন দলনেতা মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়, ৫ম স্হান অধিকার করে তপু রায় সজীব দলনেতা পূর্বে সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন , উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মঈন উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক দৈনিক সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।