দুর্যোগপূর্ণ আবহাওয়া/ কালবৈশাখী মৌসুমে নৌ দুর্ঘটনা পরিহারের লক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ১২ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার পরিচালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদ, গুপ্তছাড়া ঘাটের ইজারাদার মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাঁশবাড়িয়া ঘাটের ইজারাদার বেচু মালাদার, উপস্থিত ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, আবু হেলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, কমপ্লেক্স মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শাহ আকবর হেলাল, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন ও যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার প্রমুখ।