সন্দ্বীপের গণমানুষের আপনজন, মেহনতী মানুষের পরম বন্ধু সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের নাম অনুসারে ৭ম বারের মত দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষা ২০২২/ ১৯ নভেম্বর শনিবার সন্দ্বীপের ৩ টি ভেনুতে অনুষ্ঠিত হয়৷
স্কুল গুলি হল গাছুয়া একে একাডেমি, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়। এবারের বৃত্তি পরিক্ষা ৪র্থ স্কুল মাদ্রাসা ৭ম স্কুল, ৯ম স্কুল মাদ্রাসা সহ সন্দ্বীপের ১২১ টি প্রথমিক বিদ্যালয়, ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬ টি মাদ্রাসা মোট ১৭৬০ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহন করে। সকাল ১০ টায় শুরু হওয়া উক্ত পরিক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন ও পরিক্ষা কেন্দ্রের সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করছেন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের জোষ্ঠ পুত্র জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
বৃত্তি ব্যাবস্হাপনা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দ্বীনবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক তাহমিনা বেগম, পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ, প্রধান শিক্ষক শামীম বকতিয়ার, মোঃ আলাউদ্দীন, আনোয়ার হোসেন, আমিন রসুল খান, সুপার এস এম হালিম, দেলোয়ার হোসেন প্রমুুখ।