বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যেগে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে অংশীজনদের মতামতের উপর এক প্রশিক্ষন কর্মশালা ২৮ অক্টোবর ২৩ হোটেল আনোয়ার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় তৃনমুল নারী সদস্য, কমিনিউটি ফোরাম সদস্য, ইয়ুথ সদস্য, স্হানীয় সরকারের নারী প্রতিনিধি, সমাজকর্মী বিভিন্ন স্কুলের নারী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চলের প্রধান শামসুদ্দিন, বক্তব্য রাখেন থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, জেবুন্নুর সুলতান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকেয়া বেগম, মুছাপুর ইউপি সদস্য সুরাইয়া বেগম, যোহরা বেগম, নারী উদ্যেগতা মোমেনা বেগম, মাইটভাংগা ইউপি সদস্য রিনা বেগম, শামীমা বেগম স্বপ্না, ইয়ুথ সদস্য বৃষ্টি নন্দি, কমিনিউটি ফোরাম সদস্য নীলামা বালা দাশ, হারামিয়া ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস, লুনা বেগম, পারুল বেগম, তৃনমূল নারী সদস্য কাজল রাণী, সার্বিক তত্তাবধানে ছিলেন নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা শাহিনা বেগম, সহকারী ছিলেন প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন।
বক্তারা বলেন নারী দের শান্তি উন্নয়ন ও নিরাপত্তার জন্য সর্বাগ্রে পুরুষের এগিয়ে আসতে হবে, এবং সচেতনতা বাড়াতে হবে, কর্মস্হলে নারীদের অংশ গ্রহন বাড়াতে হবে, জেন্ডার বৈষম্য দুর করতে হবে, উপজেলা প্রশাসনের নজরদারি বাড়াতে হবে, উল্লেখ্য সরকারের ১৭ টি মন্ত্রনালয় জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে আসছে আর সহযোগী হিসাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করছে।