বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রনালয় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য বিষয়ক মূলপ্রবন্ধ নিয়ে আলোচনা করেছেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমা।
সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ প্রধানমন্ত্রীর যুগউপযোগী,বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্ত পিউর ফুড অর্ডিন্যান্স ১৯৫৯ রহিত করে যুগান্তকারী নিরাপদ খাদ্য আইন২০১৩ অনুযায়ী নিরাপদ খাদ্য প্রাপ্তি অধিকার নিশ্চিত করা খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ, মজুদ সরবরাহ বিপণন, বিক্রয় কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। এবং একজন দক্ষ ও কার্যকর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপদ খাদ্য ব্যবস্হাপনা পদ্ধতি গড়ে তোলা।
এসময় উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুুল খায়ের নাদিম, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর,গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুুল কাশেম মোল্লা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলীমুর রাজী টিটু, আমানউল্যা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,দীর্গাপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম,আজিমপুর ইউপি চেয়ারম্যান শামসুউদ্দিন রকি, সন্দ্বীপ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র -৩ শামীমা আক্তার সুমি,কাউন্সিলর আবু তাহের, কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল, কাউন্সিলর আবু ইউসুফ চৌধুরী, কাউন্সিলর মহব্বত বাঙালি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ সহ সুধী বৃন্দ।