সন্দ্বীপে একটি পিকনিকের ট্রাক উল্টে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, জানা গেছে ২৪ এপ্রিল উপজেলার ৩ নং গাছুয়া ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের এলাকা কাশেম মার্কেট থেকে কয়েকটি গাড়ি রহমতপুর নতুন চরে সাগর পাড় এলাকায় সকাল ১০ টার দিকে রওনা দেন, এক্সিডেন্ট হওয়া গাড়িটি রহমতপুর বেড়িবাঁধ পাড় হলে ডিজেগানের সাথে গাড়িতে থাকা ছেলেরা লাফালাফি করে নাচানাচি করতে থাকলে গাড়িটি উল্টে যায় এতে ৯ জন আহত হয়।
আহতদের মধ্যে ৬ জনকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে বেলা ১২ টায় ভর্তি করানো হয়, তারা হলেন মহব্বত (২৫),সাইমুম (১৬), ফাহাদ (২২),রাফি( ১২), ও সাইদুর রহমান (১২) তাদের মধ্যে প্রথম ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান, আর শেষের তিনজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে, সন্দ্বীপ মেডিকেল সেন্টারের ম্যানোজার শরিফ সাইফুল্লাহ বলেন ট্রাক উল্টে যারা এখানে এসেছে আমাদের এখানে ৬ জন তাদের মধ্যে তিনজন কে আমরা ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।
অপর দিকে বেলা ১ টার দিকে ট্রাকের ড্রাইভার ও মোবারক ও ইকবাল নামে আরো ৩ জনকে সন্দ্বীপ স্বর্নদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। আহতদের সবার বাড়ি গাছুয়া ইউনিয়নে।
গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা জানান, কাশেম মার্কেট থেকে যে পিকচার রহমতপুর এলাকায় গেছে ট্রাক দু্র্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শে আমি ঘাটে গিয়ে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্হা করছি, বর্তমানে এলাকায় কান্নার রোল পড়ে গেছে।