সন্দ্বীপ উপজেলার ৩৫ টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের ১৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ মে বৃহস্পতিবার বেলা ২.৩০ মিনিটে উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। এতে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করা নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।