সন্দ্বীপে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা মাছ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারি বর্ষণে যাদের ফিসারি, পুকুরের মাছ পানিতে ভেসে গেছে সেসব প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে ১৩ অক্টোবর রবিবার বিনামূল্যে ৮ কেজি করে ৭৫ জনকে সর্বমোট ৬০০ কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতিক উল্ল্যাহ, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সাংবাদিক ইলিয়াছ সুমন, ও মাহমুদুর রহমান সহ বিভিন্ন মাছ চাষি ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা।