সন্দ্বীপে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ- ১৭) জাতীয় গোল্ডকাপ আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলা কোষ্টগাট মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন ও সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, পৌর কাউন্সিলর ওয়াহেদুল আলম ফারবেজ, সংবাদকর্মি আবদুল হামিদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় কালাপনিয়া ইউনিয়নকে হারিয়ে মগধরা ইউপি ফুটবল একাদশ শুভ সূচনা করে । খেলার শুরুতে গত ৮ জুন ফুটবল খেলোয়াড় তরিকুল ইসলাম তাসিবের রুহের মাগফিরাত কামরা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তার স্মৃতির প্রতির একটি জার্সির মোড়ক উন্মোচন করা হয়।
আগামী ২৭ জুন ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ খেলার সমাপ্তি হবে।