সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন ও কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীগনের সাথে মতবিনিময় ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করেছে উপজেলা নির্বাচন অফিস সন্দ্বীপ।
৬ জুলাই সকাল ১০ টায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দেবাশিষ দাস,প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ,সাংবাদিক ইলিয়াছ সুমন,কোষ্ট গার্ড পুর্বজোনের কমান্ডার মোঃ ইয়াকুব, আনসার ভিডিপির কর্মকর্তা হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সন্দ্বীপি, মোঃ ওমর ফারুক,মোঃ ইব্রাহীম জিল্লু, কালাপানিয়ার চেয়ারম্যান প্রার্থী আলিমুর রাজী টিটু,আব্দুল কাদের, এসএম দিদারুল আলম, সাহাবুদ্দিন শওকত,মোঃ সেলিম ও বিভিন্ন সাধারণ আসনের সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীগন ।
সভায় বক্তারা নির্বাচন অবাধ ও সুস্থ নিশ্চিত করতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন, সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত সংবাদ কর্মীদের উপস্থিত নিশ্চিত করার আহব্বান জানান।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন ব্যালটে ভোট প্রদান আগেই ঘোষনা হয়েছে এবং সেই মোতাবেক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। অতএব ইভিএমে নির্বাচন করার কোন সুযোগ নেই। কিন্তু আইন শৃঙ্খলার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলা ও ভোট কেন্দ্রে কোন প্রার্থীদের লোকজন ব্যালটে জোর করে হাত দিলে আইনশৃংখলা বাহিনী গুলি করবে বলে প্রার্থীদের হুশিয়ার করেন।