সন্দ্বীপের প্রধান গুপ্তছড়া সড়কে চলন্ত অবস্থায় ট্রাকের চাকা বাস্ট হয়ে একটি মালবাহী ট্রাক ভয়াবহ এক্সিডেন্ট করে খালে পড়ে উল্টে ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। আহত ড্রাইভার ফরিদ ও হেলপারকে প্রত্যক্ষদর্শী কয়েকজন ও এলাকবাসী উদ্দার করে স্হানীয় সন্দ্বীপ স্বর্ণদ্বীপ মেডিকেলে তাদের ভর্তি করায়।
১০ মে শুক্রবার বেলা ১১ টা নাগাদ মালেক মুন্সি বাজারের পূর্বে পাশ্বে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুপ্তছড়া ঘাট থেকে বেলা ১০ টা নাগাদ ট্রাকে মালামাল লোড করে সেনের হাট উদ্দেশ্য ড্রাইভার যাত্রা করে, মালেক মুন্সি বাজার পর্যন্ত আসলে রাস্তা সরু হওয়ায় অন্য ট্রাককে ওভারটেক করতে গিয়ে অতিরিক্ত বোঝায় থাকায় এবং রাস্তায় সাইড নিচু হওয়ায় এতে চাকা পিস্ট হয়ে খালে পড়ে দুমড়ে মুচরে যায়। ট্রাকে সেনের হাটের মুনসুর সওদাগরের ৫০ বস্তা চাউল, ১৫ বস্তা চিড়া, ২৫ বস্তা ৩৭শ বাংলা সাবান, ১০ বস্তুা পিয়াজ ও ১০ বস্তুা রসুন ছিল, এতে প্রায় দুই লক্ষ টাকার মালামাল গসম্পন্ন ভিজে নষ্ট হয়ে যায়। এবং এনাম নাহার মোড়ের নওয়াব সওদাগরের ৫০০ পিস টিন ছিল তা ও পানিতে ভিজে নষ্ট হয়ে যায়, ট্রাকটি স্হানীয় গুপ্তছড়া ঘাটের শ্রবণ হদ্দারের বলে জানা গেছে। পরে অন্য ট্রাকের শ্রমিক এনে মালামাল সহ ট্রাকটি উদ্দার করা হয়।