সন্দ্বীপ উপজেলার চৌমুহনী বাজারে সরকারি কালবার্ডের উপর দীর্ঘদিন যাবৎ হকার ও প্রভাবশালী মহল দখল করে ব্যাবসা চালিয়ে যাচ্ছে, ২৭ ফেব্রয়ারি সোমবার বেলা ১২ টার দিকে ঐ বাজারে সন্দ্বীপ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালিত মোবাইল কোর্ট মেয়াদউত্তীর্ণ কোকাকোলা ও পানি জাতীয় স্পাইড সহ নানা পণ্য বিক্রয় করার অপরাধে চৌমুহনী বাজারের মেসার্স আই.বি ট্রেডার্স এর মালিক মোঃ ইউসুফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা, রাস্তায় তেলের ড্রাম রেখে যান চলাচল বাধাগ্রস্ত করায় মোঃ আকবর সওদাগরকে একই আইনের ৩৯ ধারায় ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সন্দ্বীপ থানার সাব-ইন্সপেক্টর কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ এর একটি চৌকস দল।
এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন ব্যবসায়ীদের নিয়ম মেনে এবং নিজেদের দোকানের সীমানা পর্যন্ত মালামাল রাখতে হবে এবং সরকারি রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।