সন্দ্বীপে উপজেলার অসহায় গরীব দুঃখী মেহনতী পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার সংস্থার উদ্যেগে ঈদুল আজহার দিন ২৯ জুন উপজেলা কমপ্লেক্স ভূমি অফিস সংলগ্ন ৯ টি গরু জবাই করা হয়। এতে সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়নে থাকা ৭৫ টি পরিবার ও বিভিন্ন ইউনিয়নের মোট ৫৫০ টি পরিবারের মাঝে এ গোস্ত বিতরণ করা হয়। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জাকাত ফাউন্ডেশনের কর্মকর্তা সহকারী দীর্ঘাপাড় গিয়ে আশ্রয়নে থাকা পরিবার গুলোর কাছে ঘরে ঘরে গিয়ে গোস্ত বিতরণ করেন। পরে বেলা ২ টায় উপজেলা কমপ্লেক্সের ভিতরে বাকি গোস্ত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশনের অব আমেরিকার প্রগ্রাম ম্যানোজার রেজাউল করিম সহ অনন্যরা। জাকাত ফাউন্ডেশনের গরীব বঞ্চিত মানুষের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ সকল মহলে প্রশংশিত হয়েছে।
সন্দ্বীপে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র কোরবানীর গোস্ত বিতরণ
- ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে
- Update Time : 12:37:49 pm, Friday, 30 June 2023
- 209 Time View
Tag :
জনপ্রিয় সংবাদ