সন্দ্বীপে গতকাল রাতে ৩ নং গাছুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আদনান জাবেদের ঐ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে ৮/১০ টন মাছ নিধন করা হয়েছে।
জানা গেছে ঐ প্রজেক্টে তেলাপিয়া, রুই কাতল, পাঙ্গাস, কাপ জাতীয় সহ নানা প্রজাতির মাছ চাষ করা হয়। এতে ৯ লক্ষ টাকার মাছ নষ্ট করা হয়।
গাছুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আদনান জাবেদ বলেন আমি দীর্ঘদিন ধরে প্রায় ৩ একর জমি ও পুকুর মিলে মাছ চাষ করে আসছি। কিছুদিন পূর্বে আমি কয়েকটি মাছের প্রজেক্ট সেচ দিয়ে মাছ ধরে পার্শ্ববতী পুকুরে মাছ রেখে দেই। ওই পুকুরে কে বা কাহারা শুক্রবার রাতের আঁধারে কীটনাশক দিয়ে মাছ মেরে ফেলে। পরে শনিবার ভোরে প্রজেক্ট দেখতে গেলে দেখি মাছ ভেসে রয়েছে। এতে আমার প্রায় ৯ লাখ টাকার মাছ নষ্ট হয়। আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি। এ ঘটনায় তিনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ।