সবুজ লাউয়ের লতায় ছেয়ে গেছে পুরো ক্ষেত। লতাজুড়ে সবুজ পাতার ফাঁকে ধরেছে লাউ। কোনো কোনো লতায় ফুল আর নতুন কুঁড়ি গজাচ্ছে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ৫ নং ওয়ার্ডে বেচন (৩৫) সবজি ক্ষেতে গেলে এমন চিত্রই চোখে পড়বে। ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার বেলা ২ টায় তার লাউ ও অনন্য সবজি ক্ষেতে গিয়ে মনোরম পরিবেশে সবজি চাষ লক্ষ করা গেছে।
এই লাউ চাষে ভাগ্য বদলে গেছে বেচনের । তিনি জানান এ সবজি আমার দাদা ও আসার বাবা চাষ করে সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিক্রি করতেন এখন আমি ৫ বছর যাবৎ সবজি চাষ করছি। ১২ হাজার টাকা খরচ করে দ্বিগুণ লাভবান হয়েছেন। আরো লাভের আশা রয়েছে। লাউ চাষের পাশপাশি তিনি শসা ও বেগুন বিক্রি করে স্বাচ্ছন্দে আছেন পরিবার পরিজন নিয়ে।
লাউ ছাড়াও এ মৌসুমে ২০ হাজার টাকার বেগুণ, টমাটো, ফুল কপি বাঁধাকপি শসাসহ অন্যান্য শাক-সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া আর ঠিকমত বাজারজাত করতে পারলে ৪ মাসে ৩০ হাজার টাকা লাভ করতে পারবেন। এখন তাকে অনুসরণ করে এলাকায় অনেকেই শাক-সবজি চাষে আগ্রহী হচ্ছেন।
বেচন বলেন, বিগত কয়েক বছর আগে বিভিন্ন জাতের শাক-সবজিতে রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। যা মানব দেহের জন্য ক্ষতিকারক।