নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা ১১ অক্টোবর বিকেল ৫ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স হোটেল রয়েল ইনের কনফারেন্স রুমে সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ উপজেলার সর্ব বৃহৎ শিক্ষক লাইব্রেরি মালিক বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতারের সঞ্চালনায় মতবিনিময় সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন পপি লাইব্রেরির কর্ণধার কোম্পানির চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মজিদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির জেনারেল ম্যানোজার অধ্যক্ষ আল আমিন সরকার, ও কোম্পানির হেড অব মার্কেটিং ম্যানোজার ওলিউল্ল্যাহ ফকির, বক্তব্য রাখেন আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, মাস্টার মাইন উদ্দিন, মাস্টার সেলিম আকতার, শিক্ষক লাইব্রেরীর এমডি আরিফ আকতার, ও কোম্পানির সন্দ্বীপ প্রতিনিধি দেলোয়ার হোসেন
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুনসুর আহমেদ, ও গীতা পাঠ করেন চিম্ময় দাশ, মতবিনিময় সভায় সন্দ্বীপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ মোট দুইশ জন শিক্ষক অংশ গ্রহন করেন।