সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কালামিয়া মাঝির বাড়ির, ঔ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আফছার মেম্বারের বড় ছেলে মোঃ আসিফ( ২১) ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিট গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
জানা গেছে তাদের বাড়ির সামনে আসিফ বাবার সাথে একটি চা ও মুদি দোকান করতো।
আত্মহত্যার বর্ণনায় জানা যায় সন্ধ্যার পরে তার স্ত্রীর মোবাইলে এমবি নেই এমবির জন্য আসিফ কে বললে আসিফ বলে মোবাইলে এখনো দুই জীবি আছে, এটা বলার পর তার স্ত্রী দোকানে আসলে আসিফ ঘরে গিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডা করে, ঘরে থেকে যায়। এশার নামাজের সময় হলে আসিফের মা তার রুমে দরজা ফাঁক করে দেখতে পান আসিফ ঘামছা বেড়ানো ঝুলে আছে, সাথে সাথে সবাই চিৎকার শুরু করে, দ্রুত সন্দ্বীপ উপজেলা গাছুয়া ৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
আসিফ গত দুই মাস আগে বিবাহ করে, আগামী মাসে সে প্রবাসে যাওয়ার কথা ছিল, ইতিমধ্যে তার বিসা ও এসেছে, তারা দুই ভাই সে বড়।
গাছুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু হেনা বলেন যুবকের আত্মহত্যার খবরের সময় আমি ইউপি অফিসে ছিলাম, মেডিকেল গিয়ে দেখি সে আত্মহত্য করছে, লাশ মেডিকেল থেকে সন্দ্বীপ থানা নিয়ে যাওয়া হবে সেখান থেকে মর্গে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।