সন্দ্বীপের ইতিহাসে এই প্রথম বারের মত সপ্তাহে ব্যাপি বইমেলা ২২ ফেব্রয়ারি বিকেলে সাউথ সন্দ্বীপ কলেজ মাঠে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি উদ্বোধন করেন।
শিক্ষা ও সাংস্কৃতিক কন্ঠ (শিসাক) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ সন্দ্বীপ কলেজের সভাপতি সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন। মুস্তাফিজুর রহমান কলেজর উপধাক্ষ্য সিরাজুল মাওলা ও সাউথ সন্দ্বীপ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অনিক কর্মকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস) উপ প্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক জাকিয়া সুলতানা, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নজরুল, ভোরের পাখি সাহিত্য মেলার সভাপতি ইসমাইল হোসেন মনি, ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ
উক্ত মেলাতে মোট ২৬ টি বই মেলার স্টাল বসে তাহলে বসায় মূর্ধন্য, আদর্শ শব্দ গৃহ পাঠাগার, সমকাল সুহৃদ সমাবেশ, ভোরের পাখি সাহিত্য মেলা,বইচিন্তা, সুপ্রীম এ লাইব্রেরি, আহ্বান ইসলামি বই, আলোর দিশারি, আলোর দু্যাতি বইঘর, বুক আইল্যান্ড ফ্যাশন হাউজ, বদশাহ ইনস্টিটিউট অব টেকনোলজি, সাউথ সন্দ্বীপ কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কুটি শিল্প, সন্দ্বীপ আনন্দ পাঠশালা,মৌলবী সৈয়দ আহমেদ কর্ণার, বেলাল মোহাম্মদ প্রদর্শনী, সন্দ্বীপ আবহানী ক্রিড়া চক্র,সন্দ্বীপ ফ্রেন্ডস্ ইউনিটি ক্লাব, আলোর অভিরুচি,মুস্তাফিজুর রহমান কলেজ, দারুচিনি গ্রামের হাট, সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রলীগ।
আজ থেকে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৯ পর্যন্ত আলোচনা সভা নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করা হবে।