সন্দ্বীপের সামাজিক মানবিক সংগঠন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় হাজী মোক্তাদের মাওলা মেধা বৃত্তি পরিক্ষা ২০২২ ১৭ নভেম্বর বৃহস্পতিবার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ বছর ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণীর মোট ৫ টি শ্রেণীর ২০৯ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। ৬ষ্ট শ্রেণীর ছেলে ২২ মেয়ে ১৯ জন, ৭ম শ্রেণীর ছেলে ২৮ মেয়ে ১৮ জন, ৮ম শ্রেণীর ছেলে ১৫ মেয়ে ৩২ জন, ৯ম শ্রেণীর ছেলে ২৩ মেয়ে ২৪, ১০ম শ্রেণীর ছেলে ১৭ মেয়ে ১৯ জন অংশ গ্রহন করে।
এ সময় উপস্থিত থেকে এবং হল পরিদর্শন করে পরিক্ষা ব্যবস্হাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হাজী মোক্তাদের মাওলা মেধা বৃত্তি পরিক্ষার সচিব প্রধান শিক্ষক মোঃ মাইনউদ্দীন, পরিক্ষা ব্যবস্হাপনা কমিটির পরিচালক সহ প্রধান শিক্ষক একে ফজলুল করিম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মাহিদুল মাওলা মুকুট, মাস্টার সাহাবউদ্দীন শওকত, মাস্টার বিধান চন্দ্র দাস, মাস্টার নুরুল নবী, মাস্টার সানাউল্ল্যহ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, ও সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার প্রমুখ।