জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলা শাখার প্রেস ব্রিফিং ৩ জুন বেলা ১ টায় উপজেলা কমপ্লেক্স গ্রীণ চিলিজ অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ মুল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আকতার মুল বক্তব্যে তিনি বলেন ২৫ মে উপজেলা পরিষদের উপ- নির্বাচন মোটামুটি ভাবে সুষ্ঠু হয়েছে বলে মনে করি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উপ নির্বাচনে ২শটি পথসভা করছে। নির্বাচন অনেকটা সুষ্ঠু হলে ও বিশেষ টেকনিক এপ্লাই করে আনারস কে হারিয়ে দেয়া হয়েছে বলে জনমনে ধারনা করছে বলে আমরা মনে করি।
আমরা মনে করি দুপুর পর্যন্ত ভোটের হার যে পর্যন্ত ছিল এর পর থেকে প্রায় ২৭ কেন্দ্রে জাল ভোট, ছাপ্পা ভোট পড়ছে এর পর ও ১৮ শতাংশ ভোট কাষ্ঠ হয়, রাজনৈতিক বোদ্ধাদের ধারণা এর মধ্যে জেনুইন ভোট কাস্ট হয়েছে ১০ শতাংশ বাকি ৮ শতাংশ ঐ ২৭ কেন্দ্রের জাল ভোট, ভোট গননা করার শুরু অবস্থায় কালাপানিয়া গাছুয়া বাউরিয়া এবং সারিকাইত কিছু অংশ পরাজিত আনারস প্রার্থীর কর্মি সমর্থকের উপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানায়।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয় সন্দ্বীপ একটি দ্বীপাঞ্চল এখানে সবাই সবাই কে চিনে,রাজনৈতিক মতভেদ থাকতে পারে তাই বলে সহিংসতায় জড়ানো কাম্য হতে পারে না আসুন আগামীর জন্য শান্তি পূর্ণ ও অহিংস সন্দ্বীপ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। প্রেস ব্রিফিং এ মূল বক্তব্য পাঠ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাউল হাকিম, উপস্থিত ছিলেন জাসদের উপজেলা পরিষদের উপ- নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম, ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রাজা, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান খান।
প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক প্রতিনিধি ইলিয়াছ সুমন, সদস্য সচিব ভোরের ভোরের ডাক প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রিদোয়ানুল বারী, দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ওমর ফয়সাল, দৈনিক দেশ রুপান্তর সন্দ্বীপ প্রতিনিধি সাজিদ মোহন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সদস্য আলোকিত সকাল প্রতিনিধি আবদুর রহমান ইমন, সন্দ্বীপ সংযোগের চিপ এডমিন ফসিউল আলম, সজাগ সন্দ্বীপ প্রতিনিধি হাসানুজ্জামান সন্দ্বীপি, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সদস্য দিন প্রতিদিন প্রতিনিধি সাহেদ খান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার দক্ষিণ সন্দ্বীপ প্রতিনিধি নজরুল নাঈম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সদস্য দিগন্ত বার্তার প্রতিনিধি আবদুল হামিদ, প্রমুখ।