সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন স্হানীয় সরকার কতৃক সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় ২৮ ফেব্রয়ারি বিকেল ৩ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলু অর্থ সম্পাদক আবুল কাশেম রানা, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, উপ- দপ্তর সম্পাদক ইলিয়াছ সুমন, সহ সম্পাদক নুরুল হাসান, সদস্য মোঃ সুমন, আবদুল মান্নান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান জাবেদ, যুগ্ম সম্পাদক এস এম সুমন, প্রচার সম্পাদক কাউছার মাহামুদ দিদার, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আদনান জাবেদ, সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল, কালাপনিয়া যুবলীগের সভাপতি আবদুল কাদের, সন্তোষপুর যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম মেম্বার, হারামিয়া যুবলীগের আহ্বায়ক ইরান আলী, যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুব, মগধরা যুবলীগের সভাপতি দিদারুল আলম, হরিশপুর যুবলীগের সাধারণ সম্পাদক রিদোয়ান মেম্বার সহ অনেকে।
সন্দ্বীপ প্রতিনিধি 
























