সন্দ্বীপ উপজেলা পরিষদের ৩৭ তম মাসিক সভা ৯ মার্চ ২০২৩ সকাল ১১ টায় উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে সন্দ্বীপ উপজেলা পরিষদের ড়ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইনউদ্দীন মিশনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীনার সঞ্চালনায় ও পরিচালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা এলজিআরডি কর্মকর্তা রেজাউন নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতবন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহুল ইসলাম, উপজেলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেসা অফিসার তাজিমুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিস প্রতিনিধি আবদুল খালেক, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রবিন সরকার, উপজেলা বনবিভাগের রেঞ্জ অফিসার নিজাম উদ্দীন, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা সুব্রত বড়ুয়া, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, দীর্ঘপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রুমুখ
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসার ও বিভিন্ন ইউপি প্যানেল চেয়ারম্যান বৃন্দ, সভায় জানানো হয় আগামী মাস থেকে উপজেলা কমপ্লেক্স হাসপাতালে সপ্তাহে ২ দিন সিজারের অপারেশন করা হবে, নোয়াখালী লোকজন যাতে সন্দ্বীপের এড়িয়ে থেকে মাছ ধরতে না পারে সে ব্যাপারে আলোচনা করা হয়, ১২ টি রাস্তার কাজ টেন্ডার চলমানের বিষয়ে অবহিত করা হয়, এবং বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন রাস্তায় পাশে গাছ কাটানোর ব্যাপারে আলোচনা করা হয়, জনসংখ্যা অনুযায়ী প্রত্যাক ইউনিয়নে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধায় বিষয়ে সহ নানান বিষয়ে আলোচনা করা হয়, এবং সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে দোয়া ও মুনাজাত করা এবং এক মিনিট নিরবতা পালন করা হয় , এতে পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ খতিব হাফেজ আবু ইউছুপ।