সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ- নির্বাচন শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে। ২৫ মে সকাল ৮ টা থেকে বিয়কেল ৪ টা পর্যন্ত ৮৬ টি কেন্দ্রে কোন রকমের গোলযোগ ছাড়া শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়ে।
এতে ফলাফলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাইনউদ্দীন মিশন ২৭৬১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস পেয়েছেন ১৬৫১৩ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী আবুল কাশেম মাহমুদ পেয়েছেন ৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলাল দোয়াত কলম পেয়েছেন ৮৬ ভোট। আওয়ামী লীগ প্রার্থী মাইনউদ্দীন মিশন ১১০৯৮ ভোটে বেশি পেয়েছেন।
বিজয়ী প্রার্থী মাইনউদ্দীন মিশন এ বিজয়ে তার প্রতিক্রিয়ায় বলেন এ বিজয় সন্দ্বীপ বাসীকে ও দলীয় নেতাকর্মী ও এমপি মাহফুজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাত ৯ টা রিটানিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাশ।
সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার রয়েছে ২,৩৯,৬১০ জনের বিপরীতে ভোট ১৮.৬%। সকাল থেকে কিছু কিছু কেন্দ্রে সাংবাদিকদের কেন্দ্র পরিদর্শনে বাঁধা প্রাদান করে প্রিসাইডিং কর্মকর্তা আবার কিছু কেন্দ্রে বাঁধা প্রাদান করে দায়িত্বরত পুলিশ। বেলা ১০ টায় বাউরিয়া ৩/৪ নং ওয়ার্ড কেন্দ্র সেন্ট্রাল বাউরিয়া স্কুলে প্রিসাইডিং অফিসার এবিএম ফিরোজ খানের হাতে লাঞ্ছিত হন ৪ সংবাদ কর্মি এসময় তার নির্দেশে দায়িত্বরত পুলিশ অফিসার ছাবির সংবাদ কর্মিদের কেন্দ্র থেকে বের করে দেন।