সন্দ্বীপ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাইনউদ্দীন মিশনের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ২২ জুন সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কক্ষে বিভাগীয় কমিশনার ড.মো: আমিনুর রহমান শপথ বাক্য পাঠ করান। এই সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু,গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ পনির, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আসির সহ সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সময় বিভাগীয় কমিশনার আমিনুর রহমান সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন কে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
পরে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন চট্রলা টিভি কে জানান দলমত নির্বিশেষে সন্দ্বীপকে সোনালী সন্দ্বীপে রুপান্তর করবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়া ও সন্দ্বীপের মানুষের যাতায়াতের সমস্যা ও ভাড়া কমানোর বিষয়ে কাজ করবে বলে জানান সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন। চলতি বছরের ২৩ জানুয়ারি সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ মাস্টার শাহাজাহান বিএ মৃত্যু বরণ করলে ৮ নির্বাচন কমিশন ৮ এপ্রিল তফসিল ঘোষণা করে ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ- নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ প্রার্থী মাইনউদ্দীন মিশন নির্বাচিত হন।