সন্দ্বীপ জনকল্যাণ সংস্থা মেধাবৃত্তি ২০২৩ আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রদান করা হয়।
কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আশরাফুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থা সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, মাইটভাংগা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুল মতিন, রুপালি ক্রেডিট কো- অপারেটিভ লিঃ এর সিনিয়র এজিএম কামরুল ইসলাম টিটু, স্ট্যর্ন্ডাট ব্যাং সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক কাজী পারভেজুর রহমান, সংস্থার সাবেক সভাপতি প্রধান শিক্ষক আনোয়ারুল কাদের, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আরমান হোসেন জাহিদ।
আরও উপস্থিত ছিলেন, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী ইকবাল আজম, ফারইষ্ট ইন্সুইরেন্স কোম্পানী জোনাল ম্যানেজার মাওলানা ওবায়দুল্লাহ তরিক, রাউজক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল কাবির, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, পূর্ব কাছিয়াপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাজু, ইউএস এ প্রবাসী তারিকুল মাওলা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মগধরা কলেজের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাইদ।
অনুষ্ঠানে ৩৩ জন সাধারণ কোটায় ও ৭ জন মেধা কোটায় মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে ভাষা আন্দোলনে সন্দ্বীপ ও বাতিঘর সহ একাধিক বই ক্রেষ্ট সনদ পত্র ও সম্মানি প্রদান করা হয়।