সন্দ্বীপে চুরি হওয়ার তিন ঘন্টার মধ্যেই চোরকে আটক করলো সন্দ্বীপ থানার পুলিশ।গতকাল শনিবার রাত ১০টায় সন্দ্বীপ উপজেলার রহমতপুর ৮নং ওয়ার্স্থ মিয়াজান হাজীর জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে।মসজিদের দানবাক্সের তালা ভেঙে সব টাকা-পয়সা নিয়ে যায়।চুরি হওয়ার তিন ঘন্টার মধ্যে চুরির সাথে জড়িত দুইজনকে আটক করেন সন্দ্বীপ থানা পুলিশ।
আটককৃতরা হলেন রহমতপুর ৯নং ওয়ার্ডস্থ জমিলা গোদ্দার বাড়ির সালাউদ্দিনের ছেলে আরিফ(৩৪) এবং মুছাপুর ২নং ওয়ার্ডের মান্দির গো বাড়ির মাহফুজুর রহমানের ছেলে সাইমুন(১৯)কে আটক করে পুলিশ । এ সময় আসামী সাইমুনের হেফাজতে থাকা ৩ হাজার পাঁচশত ৩৮ টাকা টাকা উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার পুলিশের একটি দল গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটায় ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে এলাকাবাসীসহ মসজিদের আশপাশে তল্লাশি চালিয়ে এই চোরকে আটক করে।এ সময় তার কাছ থেকে বেশকিছু টাকা,পুকুর পাড় হতে তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত বস্তু ও উদ্ধার করে। এই ঘটনায় রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আবদুর রশিদ মালাদারের বাড়ির শফিকুর রহমানের ছেলে শাহেদুর রহমান(৩৫)বাদী হয়ে অঙ্গাতনামা আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৯। অভিযানে অংশ নেওয়া সন্দ্বীপ থানার এএসআই হুমায়ুন ও কনস্টেবল আনিস উদ্ধার অভিযান কার্যক্রম করেন।
এ বিষয়ে সন্দ্বীপ থানায় অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,গতরাত এশারের নামাজের পরেই এই ঘটনা ঘটেছে।ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে তদন্ত করে তিন ঘন্টায় চুরির সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে।থানায় মামলা হয়েছে,আটককৃতদের আদালতে চালান করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।