সন্দ্বীপ পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( IUGIP ) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)এবং AFD সহায়তায় বাস্তবায়নের আওতায় সন্দ্বীপ পৌরসভার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ সেপ্টেম্বর পৌরসভার ৬ নং ওয়ার্ড শিকদার বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক উদ্বোধন করেন সন্দ্বীপ পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত উল্ল্যাহ। এতে উপস্থিত ছিলেন IUGIP প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ আমিনুল হক খান, সন্দ্বীপ পৌরসভার ইঞ্জিনিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।প্রকল্পের সদস্য বৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
উদ্বোধনী সভায় পৌর প্রশাসক তাসফিক সিফাত উল্লাহ, ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বলেন বাংলাদেশ সরকার, ADB ও AFD সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) সন্দ্বীপ পৌরসভার একটি বৃহৎ প্রকল্প। আইইউজিপি প্রকল্পটি রেজাল্ট বেইজ হওয়ায় ইতিমধ্যে দুইটি প্যাকেজ এর কাজ চলমান রয়েছে । পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন ওয়ার্ডে ড্রেন সহ আর সি সি রাস্তা, রাস্তার দুই পাশে স্ট্রীটলাইট সহ আগামীতে আরও প্যাকেজ আনুমোদনের সম্ভবনা রয়েছে।
উন্নয়নের স্বার্থে এবং রাস্তার কাজ সুন্দর ও সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন করতে স্ব- স্ব এলাকার জনগনকে সহযোগিতার আহব্বান জানান।এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দিক নির্দেশনা তাদের সমস্যা সম্পর্কে উপস্থাপনে সুযোগ প্রদান করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।