সুখে দুঃখে পাশাপাশি প্রতিপাদ্য নিয়ে ২০১৭ সালের ১ মার্চ ১৬ জন প্রবাসী ও দেশীদের নিয়ে গঠিত সন্দ্বীপের মানবতাবাদী সংগঠন সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সন্দ্বীপ মুছাপুর ৮ নং ওয়ার্ডে অবস্থিত মুছাপুর দারুল কোন মাদ্রাসায় মাঠে ১ মার্চ ২০২৩ বিকেল ৩ টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সফিকুল ইসলাম ভূইয়া।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১৮ নং হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বেলাল উদ্দিন।
সংগঠনের সদস্য আমিন রসুল আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রাবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ডাক্তার রফিকুল মাওলা, ও সংগঠনের উপদেষ্টা মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা, মাওলানা ওমর ফারুক ফয়সাল, মুছাপুর দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস হোসাইন, বিভিন্ন সংগঠন থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের উপদেষ্টা খোদাবক্স সাইফুল, ইয়ুথ ব্লাড ফাইটার্সের সাবেক সভাপতি আরমান জাবেদ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ হোসাইন, অসহায় চক্ষু মেলার প্রতিনিধি হোসেন মুন্না, মুছাপুর ইসলামী যুব সংগঠনের প্রতিনিধি মুহাম্মদ আরিফ, সন্দ্বীপ উপজেলা বৈদ্যুতিক টেকনোশিয়ানের প্রতিনিধিোঃ জুয়েল, প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠনের প্রতিনিধি মোঃ রিয়াদ, নব আলোকিত সংগঠনের প্রতিনিধি নুরুল আবছার খোকন, মুছাপুর ৭ন্য ওয়ার্ড প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের প্রতিনিধি হেলাল উদ্দিন, আলোর বাহন সংগঠনের ইমতিয়াজ জুয়েল, কালাপানিয়া প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ রিপন, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের প্রতিনিধি মুনসুর আলম প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন অসহায় ছাত্রকে পোষাক বিতরণ, ১০ জন হাফেজ কে শিক্ষা উপকরণ বিতরণ, ১৪০ জন ছাত্র ছাত্রীকে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ৩ জন বিজয়ীকে বিশেষ পুরুষ্কার বিতরন, সব শেষে কেটকাটার মাধ্যমে সমাপ্তি করা হয়।