ব্যায় করি কিছু সময় রক্ত দিয়ে করবো মোড়া মানবতার জয় এ প্রতিপাদ্য নিয়ে মানবতাবাদী সংগঠন সন্দ্বীপ ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরামের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ মার্চ ১ রমজান চৌমুহনী বাজারে সুবিধা বঞ্চিত অসহায়, ১০০ রোজাদার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরামের সভাপতি মোঃ জাহেদ,
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারামিয়া ২ নং ওয়ার্ডে র ইউপি সদস্য মোঃ রোবেল, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের জুনিয়র এ্যাডমিন মোঃ ফরহাদ, এক্সিকিউটিভ মোঃ তানভীর চৌধুরী, সমাজকর্মী এম কে মিশন, সংগঠনের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার, অর্থ সম্পাদক তারিফ হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদক তন্নি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হৃদয়, সদস্য মেহরাজ , সদস্য ফারজানা কবির ভবি।