চট্টগ্রাম( ৩) সন্দ্বীপ সংসদীয় আসনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী সন্দ্বীপ উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এ সালামকে উৎসব আমেজে বরণ করে নিয়েছে সন্দ্বীপ উপজেলা জাতীয় পাটির নেতা কর্মিরা ১০ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় সীতাকুণ্ডের কুমিরা হয়ে তিনি গুপ্তছড়া ঘাট আসেন বেলা ১২ টায় এ সময় অপেক্ষমান নেতা কর্মিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে মোটরসাইকেল করে তিনি হরিশপুর তার বাড়িতে আসলে জাতীয় পাটির সন্দ্বীপ উপজেলা কার্যালয়ের সামনে কর্মি সভায় বক্তব্য রাখেন এম এ সালাম, এ সময় তিনি বলেন নির্বাচনী কার্যক্রম আরম্ভ হবে ১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর থেকে আমরা কেন্দ্রের সীর্ধান্ত মোতাবেক আমাদের কাজ এগিয়ে যাব, নির্বাচন জোটগত ভাবে না এককভাবে সেটা কেন্দ্র ঠিক করবে তবে আমরা নির্বাচন করব।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পাটি সন্দ্বীপ উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আহম্মেদ সেরাং, মুফতি ইকরাম উদ্দিন , সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাসান, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মগধরা সভাপতি মোঃ মহসিন, হারামিয়া সভাপতি মোঃ মাইনউদ্দীন সওদাগর, হরিশপুর সভাপতি মোঃ ইয়াসিন, সেক্রেটারি মোঃ কামাল পাশা,বাউরিয়া ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, দীর্ঘাপাড় সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, আমানউল্লাহ সভাপতি মোঃ সোহেল সহ অনেকে।